এসবিএন ডেস্ক:
সিলেট নগরীর মাছিমপুর এলাকার দোয়েল-১৬ নম্বর বাসার বাসিন্দা কারী শামীম আহমদ এর ছেলে রাজা জিসি হাইস্কুলের স্কুলের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র নাহিদুল ইসলাম (১৩) গত ৩০ নভেম্বর সোমবার বিকেল ৪টায় বাসা থেকে খেলার উদ্দেশ্যে বের হয়ে আর বাসায় ফিরেনি। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজির পরও তার সন্ধান না পাওয়ায় তার পিতা কারী শামীম আহমদ কোতোয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করেন। জিডি নং- ৩০৪, তারিখ ০৫/১২/২০১৫ইং।
নিখোঁজ নাহিদুল ইসলামের গায়ের রং শ্যামলা, উচ্চতা ৫ ফুট, মুখমন্ডল লম্বাটে। হারনোর সময় তার পরনে ছিল ছাপা ফুল শার্ট ও ফুল প্যান্ট। সে সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলে। কেউ তার সন্ধান পেলে ০১৯৫৩ ৪৯২৮২১ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন তার পিতা শামীম আহমদ।
সংবাদটি শেয়ার করুন