২৯শে নভেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪৯ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০১৫
এসবিএন ডেস্ক:
সিলেট খ্রিস্টান বিশপ ভবনের বিশপ বিজয় ডি ক্রোজ ওএমআই এবং মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ধর্মযাজক সুব্রত বনিফাসকে মোবাইল ফোনে হত্যার হুমকি দেওয়া হয়েছে।
একই মোবাইল নম্বর থেকে তাদের হত্যার হুমকি দেয় আইজিএমবি নামের একটি জঙ্গি সংগঠন।
এ ঘটনায় বুধবার বিশপ বিজয় ডি ক্রোজ শাহপরান থানায় সাধারণ ডায়েরি করেছেন। এর আগে মঙ্গলবার রাতে শ্রীমঙ্গল থানায় জিডি করেন সুব্রত বনিফাস।
সদর উপজেলার খাদিমপাড়া সুরমা গেটের বিশপ ভবনে থাকেন বিজয় ডি ক্রোজ। গত মঙ্গলবার সন্ধ্যায় মোবাইল ফোনের ম্যাসেজের মাধ্যমে তাকে হত্যার হুমকি দেওয়া হয়। ০১৮৭৩১৪৯৫৮০ নম্বর থেকে ম্যাসেজটি পাঠানো হয়। বিষয়টি প্রাথমিকভাবে তিনি পুলিশকে জানান। পরে থানায় জিডি করেন। ম্যাসেজে হুমকিদাতার পরিচয়ে লেখা ছিল জামান মজুমদার, আন্তর্জাতিক সমন্বয়ক ইন্টারন্যাশনাল জিএমবি (আইজিএমবি)।
এ ব্যাপারে শাহপরান থানার ওসি নিজাম উদ্দিন চৌধুরী বলেন, বিষয়টি তারা গুরুত্ব সহকারে দেখছেন।
এদিকে একই সময়ে একই মোবাইল নম্বর থেকে শ্রীমঙ্গলের ধর্মযাজককে হুমকি দেওয়া হয়।
শ্রীমঙ্গল থানার এসআই মধুসূদন রায় জানান, চার্চে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium,
Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com