৪ঠা ফেব্রুয়ারি ২০২৩ খ্রিস্টাব্দ | ২১শে মাঘ ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩০ অপরাহ্ণ, জুন ১৭, ২০২২
শুক্রবার (১৭ জুন) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, সিলেট এবং সুনামগঞ্জ জেলার বন্যা পরিস্থিতি অবনতি হওয়ায় পাঁচটি গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে জেলা দুটিতে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
আইএসপিআর জানায়, সিলেট জেলায় যে উপজেলায় সেনা মোতায়েন করা হয়েছে সেগুলো হলো- সিলেট সদর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ।
সেনা সদস্যদের যে পাঁচটি কাজের দায়িত্ব দেওয়া হয়েছে তা হলো-
১. পানিবন্দি মানুষকে উদ্ধার করে নিরাপদ স্থানে নেয়া।
২. বেসামরিক প্রশাসনের সহায়তায় অস্থায়ী আশ্রয় কেন্দ্র নির্বাচন এবং উদ্ধার ব্যক্তিদের থাকা-খাওয়ার ব্যবস্থা করা।
৩. চিকিৎসা সহায়তা দেয়া।
৪. খাদ্য গোডাউন, পাওয়ার স্টেশন এবং অন্য স্থাপনা রক্ষায় বেসামরিক প্রশাসনকে সহায়তা করা।
৫. সীমিত পরিসরে খাদ্য এবং সুপেয় পানি সরবরাহ করা।
অপরদিকে সুনামগঞ্জ জেলার যে উপজেলাগুলোতে সেনা মোতায়েন করা হয়েছে সেগুলো হলো- সুনামগঞ্জ সদর, জামালগঞ্জ, দিরাই, দোয়ারাবাজার ও ছাতক।
এছাড়া সুনামগঞ্জের খাদ্য গোডাউন রক্ষা এবং সিলেটের কুমারগাঁও পাওয়ার স্টেশনে সেনা মোতায়েন করা হয়েছে।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium,
Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com