২০শে মে ২০২২ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২০ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০১৭
সিলেট মিডিয়া : এস.এ.ও ফাউন্ডেশন এর উদ্যোগে ও সিলেট ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের আয়োজনে নগরীর সুবিদ বাজারে অবস্থিত সিলেট ক্যামব্রিয়ান অডিটোরিয়ামে “সেমিনার অন স্টুডেন্ট’স ক্যারিয়ার ডভেলপমেন্ট” বিষয়ের উপর এক সেমিনার অনুষ্ঠিত হয়। সোমবার (৩০ জানুয়ারী) বেলা ১১টায় এস.এ.ও ফাউন্ডেশন এর চেয়ারম্যান ও সিলেট ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল শিব্বির আহমদ ওসমানী’র সভাপতিত্বে প্রধান অতিথি’র আলোচনা রাখেন, ইউরোপিয়ান বাংলাদেশ ফেডারেশ কমার্স এন্ড ইন্ডাস্টিজের প্রেসিডেন্ট ড. ওয়ালী তছর উদ্দিন এমবিই। বিশেষ অতিথি’র আলোচনা রাখেন, স্কটল্যান্ড কমিউনিটি কাউন্সিলর ও প্রবাসী উদ্যোক্তা রোটারিয়ান আবু মেরন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন, অধ্যাপক খয়রুন নেছা চৌধুরী নাজ। সিলেট ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী তাজুল আহমদের পাবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে ও এস.এ.ও ফাউন্ডেশনের পরিচালক প্রভাষক মবরুর আহমদ সাজু’র সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, সিলেট ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের সিনিয়র প্রভাষক মাহফুজুর রহমান, প্রভাষক মির্জা বশির আহমদ, প্রভাষক মাহবুবা আক্তার, প্রভাষক মিশন দত্ত, সিলেট ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী জমশের আলী ওয়াফী ও আমীন আহমদ জয় প্রমূখ। সেমিনারে শিক্ষক/শিক্ষিকা, সাংবাদিক’সহ শতাদিক ছাত্র/ছাত্রী অংশগ্রণ করেন।
Editor in Chief
Contact: 017111-66826
National Desk In-charge
ᴍᴅ. ꜱʜᴀꜰɪqᴜʟ ɪꜱʟᴀᴍ ᴀᴢᴀᴅ ᴋʜᴀɴ
Contact: 01712805804
RED TIMES LIMITED
116-117, Concord Emporium,
Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com