২২শে জানুয়ারি ২০২১ ইং | ৮ই মাঘ ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০১৬
এসবিএন নিউজ: সিলেট জেলা কর আইনজীবী সমিতির নব-নির্বাচিত প্রথম কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গল বার হাউজিং এষ্টেটস্থ সিলেট জেলা কর আইনজীবী সমিতির হলরুমে দুপুর ১২ ঘটিকার সময় এ সভা অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা কর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মো. আবুল ফজল এর পরিচালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কর আইনজীবী সমিতির সভাপতি আবু মোহাম্মদ আসাদ এডভোকেট।
কার্যকরী কমিটির সভায় নেতৃবৃন্দরা বিভিন্ন দিক নির্দেশনা নিয়ে আলোচনা করেন এবং আগামীতে সিলেট জেলা কর আইনজীবী সমিতিকে আরো শক্তিশালী করতে যে ধরনের উদ্যোগ গ্রহন করা জরুরী তার লিখিত কার্য নিয়মাবলী তুলে ধরেন।
সভায় সর্বসম্মতিক্রমে গৃহিত হয় নব-নির্বাচিত কমিটির উদ্যোগে সকল সদস্য-কে নিয়ে বনভোজন অনুষ্ঠানের আয়োজন করা।
অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, কর আইনজীবীর সাবেক সভাপতি এম ই এম ইকবালুর রহমান, সাবেক সভাপতি মো. আবিদ আলী চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক সমর বিজয় সী শেখর, যুগ্ন-সম্পাদক ও কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী খোকন, সমাজ কল্যাণ ও পাঠাগার সম্পাদক মো. আসাদ আহমদ চৌধুরী, হিসাব নিরীক্ষক পরীক্ষিক এবং কার্যকরী সদস্য মো. আবিদ আলী চৌধুরী, কার্যকরী সদস্য মো. খলিলুর রহমান, কার্যকরী সদস্য মো. সুলেমান হোসেন খান, কার্যকরী সদস্য ছালেহ উদ্দিন আহমদ।
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766