৩রা ডিসেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ | ১৮ই অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০৭ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০১৬
এসবিএন স্পোর্টস: সিলেট জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ১ম বিভাগ ক্রিকেট লীগ ২০১৫-২০১৬ এর সিলেট জেলা স্টেডিয়ামের ম্যাচে জিমখানা ক্লাব ৩ উইকেটে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে হারিয়ে অপরাজিত থেকে লীগ শেষ করে।
মোহামেডান স্পোর্টিং ক্লাব টসে জিতে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২১ রান সংগ্রহ করে।
মোহামেডান স্পোর্টিং ক্লাবের পলাশ ৪২, রুম্মান ৪১, মাহবুব ৩২, রাজিন ৩০, নাসুম ২১, মিসবাহ ১৫ ও সাঈদ ১৪ রান সংগ্রহ করেন এবং জিমখানা ক্লাবের আজাদ ৩টি, ফাহমিদ ও সাদিক ২টি করে ও অলক ১টি উইকেট লাভ করেন।
জবাবে জিমখানা ক্লাব মেহদির ৫২, জাবেদ ৪৬, তান্না ২৮, মোহন ১৯, আজাদ ১৯, সাদি ও গালিবের ১৫ রানের সুবাধে ৪৮.১ ওভারে ৭ উইকেট হারিয়ে ২২২ রান করে জয়ের লক্ষ্যে পৌঁছায়।
মোহামেডান স্পোর্টিং ক্লাবের বোলারদের মধ্যে সাঈদ ২টি, রাজু, মাহবুব, নাসুম ও রুম্মান ১টি করে উইকেট লাভ করেন।
উক্ত খেলায় ম্যান অব দ্যা ম্যাচ মনোনীত হন জিমখানা ক্লাবের খেলোয়াড় মেহদি তার গুরুত্বপূর্ন ৭৩ বলে ৫২ রান করার জন্য।
এদিকে লীগের অপর খেলায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ২৪/০৩/২০১৬ তারিখের ম্যাচে বঙ্গবীর অগ্রগামী ক্রীড়া চক্র ১২২ রানের বিশাল ব্যবধানে এ্যাপোল-১১ ক্লাবকে হারিয়ে জয়ী হয়।
বঙ্গবীর অগ্রগামী ক্রীড়া চক্র টসে জিতে ব্যাট করতে নেমে এজাজের ৫১, শেহনাজ ৪৪, শাফাত ৩৯, মুকুল ১৬ ও স্বাধীন ১২ রান সংগ্রহ করেন।
এ্যাপোল ১১ ক্লাবের বোলারদের মধ্যে জালালি ৩টি, কবির, সামাদ, ফাহাদ, রাজিব ও সুজন ১টি করে উইকেট লাভ করেন।
জবাবে এ্যাপোল -১১ ক্লাব ফয়সলের ৩২ ও জুয়েলের ১০ রানের কল্যানে ৩৩.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৮২ রান সংগ্রহ করে।
বঙ্গবীর অগ্রগামী ক্রীড়া চক্রের ১১ ক্লাবের বোলারদের মধ্যে এজাজ ৩টি, সুমন, আবির ও মুকুল ২টি করে উইকেট লাভ করেন।
উক্ত খেলায় ম্যান অব দা ম্যাচ হন বঙ্গবীর অগ্রগামী ক্রীড়া চক্রের খেলোয়াড় এজাজ ৫১ রান ও ৩টি উইকেট নেওয়ার জন্য।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium,
Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com