২৬শে ফেব্রুয়ারি ২০২১ ইং | ১৩ই ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৪০ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
এসবিএন: হারানো খবর: সিলেট জেলা জজ কোর্ট প্রাঙ্গন থেকে এসএম শাব্বীর আমীন তাহমীদ নামের এক ব্যক্তির একটি হিরো হোন্ডা, লাল রঙ্গের প্যাশন প্রো মোটরসাইকেল চুরি হয়ে গিয়েছে।
যার রেজিষ্ট্রেশন নং- সিলেট-হ-১৩-০৫৯০, ইঞ্জিন নং- HA1OED9GE2986 ও চেসিস নং- MBLHA1OER9GE28245.
গত সোমবার বেলা ২টা ৪০ মিনিটে সিলেট জেলা জজ কোর্টের ১নং বার হলের সম্মুখস্থলে তালতলাস্থ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভলান্টিয়ার ইন্সট্রাক্টার এসএম শাব্বীর আমীন তাহমীদ তার ব্যবহৃত মোটরসাইকেলটি পার্ক করে ৩য় তলায় একটি জরুরী কাজে উঠেন।
১০ মিনিট পর যখন তিনি নীচে নামেন তখন যথাস্থানে রাখা তার মোটরসাইকেলটি পাননি। আশেপাশে অনেক খোঁজা-খোঁজির পরও মোটরসাইকেলটি আর পাওয়া যায়নি।
পরবর্তীতে তিনি এসএমপি’র কতোয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করেছেন, যার নং- ৫১২, তারিখ- ০৮/০২/১৬ইং।
কোন স্বহৃদয় ব্যক্তি যদি এই মোটরসাইকেলের খোঁজ পেয়ে থাকেন এবং নিম্নোক্ত ঠিকানায় তথ্য প্রদানের মাধ্যমে অবগত করেন, তবে মোটরসাইকেলের মালিক তাঁকে উপযুক্ত সম্মানী প্রদান করবেন।
যোগাযোগের ঠিকানা:
এসএম শাব্বীর আমীন তাহমীদ
পিতা: মৃত এম সুলতান
ঠিকানা: প্রত্যয়- ৯০, রায়নগর,
দপ্তরীপাড়া, সিলেট।
মোবাইল: 01912-317733
ফোন: 0821-719745
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766