সিলেটের দক্ষিন সুরমা কদমতলী বালুরমাট এলাকায় পুলিশ অভিযান চালিয়ে ভারতীয় তীর নামক জুয়া খেলা থেকে ৩ জুয়ারীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ৩ জুয়ারী-ই তীর খেলার গডফাদার। তারাই এ এলাকায় তীর খেলার রাজত্ব কায়েম করে আছে। আটককৃত জুয়ারীরা হলেন, দক্ষিন সুরমার কামাল বাজার এলাকার বাসিন্দা কামাল (৩২), গোয়াইনঘাট উপজেলার বাসিন্দা দিলিপ (৩৮) ও অপরজনের নাম তাৎক্ষনিকভাবে জানাতে পারেনি পুলিশ ।
জানা যায়, বুধবার রাত আনুমানিক ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কদমতলী পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই কামাল’র নেতৃত্বে বালুরমাঠ এলাকার জাহান’র চাঁয়ের দোকান থেকে অভিযান চালিয়ে হাতেনাতে তাদের আটক করে ।
এবিষয়ে কদমতলী পুলিশ ফাঁড়ি’র এসআই কামালের সাথে মুঠোয়ফোনে আলাপকালে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, শিলংতীর জুয়া খেলার সাথে জড়িত তিন জুয়ারীকে আটক করা হয়েছে । এরমধ্যে দু’জনের নাম ইতিমধ্যে জানা গেছে অপরজনের নাম জানা যায়নি ।
এ ব্যাপারে দক্ষিন সুরমা থানার অফিসার ইনচার্জ হারুন’র সাথে মুঠোয়ফোনে যোগাযোগ করলে তিনি ৩ জুয়ারী আটকের বিষয়টি নিশ্চিত করেন।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: [email protected]
Web Design by: SuperSoftIT.com