২২শে সেপ্টেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ | ৭ই আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০১৭
সিলেটে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে ট্রাকচাপায় জুয়েল আহমদ (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দুজন আহত হয়েছেন। আজ শনিবার বেলা সোয়া ২টার দিকে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের পারাইরচকে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, ফেঞ্চুগঞ্জে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে মোটরসাইকেলে (সিলেট-ল-১১-৫৭১০) করে যাচ্ছিলেন জুয়েল। তার সাথে ছিলেন রানা ও হোসাইন নামের আরো দুই যুবক। পারাইরচকে যাওয়ার পর বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক (সিলেট-ট-১১-০৬৫৭) মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান জুয়েল। আহত রানা ও হোসাইনকে উদ্ধার করে ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়।
এদিকে, দুর্ঘটনার পর ট্রাকচালক আবুল হোসেনকে আটক করা হয়েছে। তিনি সুনামগঞ্জেরর ছাতক উপজেলার মোতাহির হুসেনের ছেলে বলে জানা গেছে।
এ ব্যাপারে নগরীর মোগলাবাজার থানার ওসি খায়রুল ফজল বলেন, দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। আহত অপর দুজনকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium,
Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com