এসবিএন: প্রথম বঙ্গবন্ধু দ্বৈত ব্যাডমেন্টন টুর্নামেন্ট ২০১৬ এর ফাইনালে জয়ী হয়েছে বিসমিল্লাহ জুটি সাপ্লাই সিলেট।
সোমবার মধ্য রাতে সিলেট নগরীর খাসদবির খেলার মাঠে এ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। বন্ধু মহল, খাসদবির সিলেটের আয়োজনে মের্সাস রুবেল এন্টারপ্রাইজের সার্বিক সহযোগিতায় রানার্স আপ হয় মিটু-তারেক জুটি, খাসদবির।
তৃতীয় স্থান অধিকার করে খলিল-সাবের জুটি। ফাইনাল খেলা শেষে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ।
পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- সিলেট মহানগর যুবলীগের সিনিয়র সদস্য মো. রিমাদ আহমদ রুবেল।
সাকারিয়া শাকিলের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- মহানগর যুবলীগের আহ্বায়ক আলম খান মুক্তি, স্বেচ্ছাসেবক লীগ সিলেট মহানগরের সভাপতি কাউন্সির আফতাব হোসেন খান, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো. জুনু মিয়া, হাজী আয়াজ আলী, এমএ মুগনি খোকা।
বক্তব্য রাখেন- আবুল কাশেম, হোসাইন আহমেদ বাবু, নাজমুল আলম রুমেন, আব্দুল হাই আল-হাদি, নূর মো. বাবু, সুমন রায়, শাকির হোসেন, নূর উদ্দিন আহমদ, রুপন আহমদ, শামীম আহমদ, ইমরান আহমদ, আরিফ চৌধুরী, সুফিয়ান চৌধুরী, ইফতেখার হোসেন সুহেল, রিয়াদ আহমদ রিমন, ফারহান আহমদ, সানি আহমদ, নাহিম আহমদ, সুহেল আহমদ, সাব্বির আহমদ, আরমান আহমদ, আফজাল হোসেন প্রমুখ।
প্রধান অতিথির বক্তবে সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ বলেন, সিলেটে এই প্রথম বঙ্গবন্ধু টুর্নামেন্ট শুরু হয়েছে। আমরা আশা রাখি এ টুর্নামেন্ট নগরী থেকে শুরু করে পাড়া মহল্লায় ছড়িয়ে পড়বে। খেলাধুলা যুব সমাজকে খারপ কাজ থেকে দূরে রাখে তাই খেলাধুলায় সবাইকে এগিয়ে আসা উচিৎ।
প্রসঙ্গত, গত ২ মাস থেকে সিলেট নগরীর ৬০টি টিম এই টুর্নামেন্টে অংশ নেয়।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: [email protected]
Web Design by: SuperSoftIT.com