প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৫, ২০২৪, ৭:২৩ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১১, ২০২৪, ৯:০৬ অপরাহ্ণ
সিলেট মহানগরী পরিষ্কার-পরিচ্ছন্ন করছেন শিক্ষার্থীরা, সন্তুষ্টি প্রকাশে সাধারণ মানুষরা
উৎফল বড়ুয়া, সিলেট
সিলেটেও রাস্তা পরিষ্কার-পরিচ্ছন্ন ও যান নিয়ন্ত্রণে শিক্ষার্থীরা। কেউ রাস্তা-ফুটপাতের ময়লা পরিষ্কার করছেন।কেউ সড়কের মাঝখানে দাঁড়িয়ে যানবাহন নিয়ন্ত্রণ করছেন। তবে এরা কেউ পরিচ্ছন্নকর্মী বা ট্রাফিক পুলিশ নন। এরপরও শহরের সৌন্দর্য বাড়াতে এবং সড়কের শৃঙ্খলা নিশ্চিতে কাজ করছেন শিক্ষার্থীরা। তাদের এ কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেন সিলেটের সাধারণ মানুষরা।
ছাত্র-জনতার আন্দোলনের পর সোমবার (৫ আগস্ট) দেশ ছেড়ে ভারতে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ভেঙে পড়ে দেশের ট্রাফিক ব্যবস্থা। রাস্তায় দেখা যায়নি কোনো ট্রাফিক পুলিশ। এ অবস্থায় সড়কের শৃঙ্খলা নিশ্চিতে মঙ্গলবার (৬ আগস্ট) সকাল থেকে মাঠে নামে শিক্ষর্থীরা।
শুক্রবার (৯ আগস্ট) মানবিক সংগঠন সিলেট রক্তের অনুসন্ধানে আমরা এর উদ্যোগে সিলেট মহানগরীর নয়াসড়ক থেকে শুরু করে কুমারপাড়া, দর্জিপাড়া, শাহী ঈদগাঁ, ইলেকট্রিক সাবলাই রোড়, আম্বরখানা, দরগাহ গেইট,চৌহাট্টা সহ বিভিন্ন এলাকায় রাস্তা পাশে যত্রতত্র ছড়িয়ে-ছিটিয়ে আছে পরিত্যক্ত প্লাস্টিকের বোতল, চিপসের খালি প্যাকেটসহ নানা ময়লা-আবর্জনা। ময়লা-আবর্জনায় ভরা সিলেট নগরীর রাস্তা এবার পরিষ্কার করতে ঝাড়ু হাতে নেমেছেন শিক্ষার্থীরা।
স্বেচ্ছায় তারা ট্রাফিক পুলিশের ভূমিকার পাশাপাশি পরিচ্ছন্নকর্মীরও দায়িত্ব পালন করেন। সিলেট নগরীর মোড়ে মোড়ে এ দৃশ্য দেখা যাচ্ছে।
শনিবার (১০ আগস্ট) উক্ত মানবিক সংগঠন এর মানবিক কর্মীরা ও শিক্ষার্থী কয়েকটি গ্রুপে বিভক্ত হয়ে নগরীর কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টে ট্রাফিক নিয়ন্ত্রণ করবেন।
শিক্ষার্থীদের এই উদ্যোগের প্রশংসা করেন সবাই। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাদেরকে প্রশংসায় ভাসান অনেকে।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: [email protected]
Web Design by: SuperSoftIT.com