সিলেট মহানগর আওয়ামী লীগের কর্মসূচী

প্রকাশিত: ১:১৩ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০২৩

সিলেট মহানগর আওয়ামী লীগের কর্মসূচী

 

মহান স্বাধীনতা দিবস ২৬শে মার্চ। বাঙালি জাতির সবচেয়ে গৌরবের দিন, পরাধীনতার শৃঙ্খল ভেঙে মাথা উঁচু করে দাঁড়ানোর দিন। ১৯৭১ সালের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিয়েছিলেন দেশবাসীকে। সেই ঘোষণার আলোকেই মরণপণ লড়াই এবং রক্তসমুদ্র পাড়ি দিয়ে বীর বাঙালি জাতি ছিনিয়ে আনে জাতীয় ইতিহাসের সর্বশ্রেষ্ঠ অর্জন–স্বাধীনতা। দিবসটি যথাযথ মর্যাদায় পালনের জন্য বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সিলেট মহানগর আওয়ামী লীগ নিম্নোক্ত কর্মসূচী গ্রহণ করেছে।কর্মসূচীর মধ্যে রয়েছে-২৫ শে মার্চ রাত ১২ টা ১ মিনিটে (২৬শে মার্চের প্রথম প্রহরে) চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে মহান শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ। ২৬ মার্চ রবিবার দুপুর ১২টায় তালতলাস্থ গুলশান হোটেলের তৃতীয় তলায় ডাইনিং হলে আলোচনা সভা ও দোয়া মাহফিল।

কর্মসূচীতে মহানগর আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ সহ ওয়ার্ড আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীদেরকে উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইভ রেডিও

Calendar

June 2023
S M T W T F S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930