২৯শে নভেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪২ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৫, ২০১৫
এসবিএন নিউজ: নগরীর বারুতখানায় ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির এক ছাত্র। শুক্রবার সন্ধ্যা আনুমানিক ৫টার দিকে বারুতখানা পয়েন্টে মোটর সাইকেলযোগে কয়েকজন দুর্বৃত্ত এসে তাকে অতর্কিতভাবে হামলা চালায় এবং বেপোরোয়াভাবে ছুরিকাঘাত করে তাতক্ষনিক পালিয়ে যায়।
আহত ছাত্রের নাম সাকিব রুহিত (২২)। তার পিতা যুক্তরাষ্ট্র প্রবাসী আবদুল হামিদ ইকবাল। সে নগরীর আম্বরখানা চন্দনটুলা চয়ন-২৫ নম্বর বাসার বাসিন্ধা। রুহিত সিলেট মেট্রেপলিটন ইউনিভার্সিটির অধ্যয়নরত বিবিএ’র ছাত্র।
প্রত্যক্ষদর্শীদের নিকট থেকে জানা যায়, রুহিত তার নিজ বাসা চন্দনটুলা থেকে রিকশাযোগে জেলরোড যাওয়ার প্রাক্কালে বারুতখানা পয়েন্টে আসা মাত্র ৫টি মোটর সাইকেলে কয়েকজন যুবক এসে রিকশার গতিরোধ করে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে।
গুরুতর আহতাবস্থায় রুহিতকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাত ১২টায় এ প্রতিবেদন লেখার সময় তার শরীরে অস্ত্রোপচার চলছিল।
রুহিতের ডান হাত, বাম পা ও পিঠে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করেছে বলে জানা যায়।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium,
Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com