৬ষ্ট দিনের মতো সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর উদ্যোগে দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ও জালালপুর ইউপি এর অন্তভূক্ত প্রত্যন্ত হাওর অঞ্চলের হরিনাথ পুর, উত্তর/দক্ষিণ করিমপুর ও মালাকান্দি গ্রাম,জালালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্র, পূর্ববাগ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্র ও হাওর অঞ্চলের গৃহহীন ও জনবিচ্ছিন্ন আক্রান্ত মানুষের বাড়ি বাড়ি গিয়ে রান্না করা খাবার,শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়।এসময় উপস্থিত ছিলেন এসএমসিসিআই এর ১ম সহ-সভাপতি আব্দুল জব্বার জলিল, প্রধান নির্বাহী কর্মকর্তা মো: জাহাঙ্গীর হোসেন,জালালপুর ইউপি ৩নং ওয়ার্ডে সদস্য আনোয়ার আলী, লতিফা শফি চৌধুরী কলেজের হিসাবরক্ষক আলী হায়দার জুয়েল, বিশ্বজিৎ দাস বাপ্পী, ডানিয়েল হাসান, মিনহাজ খাঁন, আফছবর হোসেন প্রমুখ। ইনশাআল্লাহ,এসএমসিসিআই এর পরিচালনা পর্ষদ ও সদস্যদের সহযোগীতায় মানুষের এই দুর্দিনে সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে।
সংবাদটি শেয়ার করুন