সিলেট সরকারী পাইলট উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন হয়েছে। গতকাল ৩০ জানুয়ারী সকাল ১০টায় প্রতিযোগীতার উদ্ধোধনী অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলজার আহমদ খানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক ফৌজিয়া আক্তারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর আলম। বিকেলে ২য় পর্বে পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়। উচ্চবিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মাসুক মিয়ার স্বাগত বক্তব্যের মধ্যদিয়ে সূচিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা উপ-পরিচালক জাহাঙ্গীর কবীর আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিদ্যালয় পরিদর্শক জগদীশ চন্দ্র দেবনাথ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক তৃপ্তি দেবী, জহুর আহমদ(দিবা), সহকারী শিক্ষক শিলা শাহা, মুক্তা তালুকদার, সুষেন রঞ্জন তালুকদার, শওকত হোসেন, আবুল খায়ের, আজিজুর রহমন, হরিধন সূত্র ধর, ইকবাল মাসুদ, আশফাকুর রহমান, তানজিনা জামান, জয়নাল আবেদীন প্রমূখ।
সংবাদটি শেয়ার করুন