এসবিএন: সুনামগঞ্জে ট্রাকচাপায় মোটর সাইকেলের আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দু’জন। নিহত মিল্টন রায় (৪০) জেলার দিরাই উপজেলার শ্যামারচর গ্রামের মৃত মতিলাল রায়ের ছেলে। সুনামগঞ্জ-সিলেট সড়কের নীলপুর এলাকায় রবিবার দুপুর সোয়া ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- একই গ্রামের হেমেন্দ্র দেবের ছেলে দিবারক (৩৫) ও মৃত মণিন্দ্র চৌধুরীর ছেলে রূপক চৌধুরী (৩৩)।
সুনামগঞ্জ সদর মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবুল কালাম জানান, একটি কয়লাবাহী ট্রাক সুনামগঞ্জ থেকে সিলেট যাচ্ছিল। দুপুর সোয়া ১২টার দিকে সুনামগঞ্জ-সিলেট সড়কের নীলপুর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়।
এতে মোটরসাইকেল আরোহী মিল্টন ঘটনাস্থলেই মারা যান। আহত হন দু’জন। আহতদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
সংবাদটি শেয়ার করুন