১১ই আগস্ট ২০২২ খ্রিস্টাব্দ | ২৭শে শ্রাবণ ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০০ অপরাহ্ণ, জুন ৩, ২০১৮
আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সাবেক ছাত্রনেতা, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদের সমর্থনে নগরীতে মোটরসাইকেল র্যালী অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকাল ৩টা থেকে র্যালীটি ঐতিহ্যবাহী রেজিস্ট্রারি মাঠ থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আম্বরখানা পয়েন্টে গিয়ে শেষ হয়।
র্যালী থেকে আগামী ৩০ জুলাই অনুষ্ঠিতব্য সিলেট সিটি কর্পোরেশনের চতুর্থ নির্বাচনে সততা ও পরিচ্ছন্ন রাজনীতির অহংকার সাবেক ছাত্রনেতা, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদকে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়ার দাবী জানানো হয়।
র্যালীতে নেতৃত্ব দেন- সিলেট মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক সেলিম আহমদ সেলিম, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী, সিলেট মহানগর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক নাজমুল আলম রোমেন, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলীম তুষার, মহানগর যুবলীগের সদস্য জাকিরুল আলম জাকির, মহানগর স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই আল হাদি, ছাত্রলীগের কেন্দ্রীয় সদস্য শাহ আলম শাওন, সাজার আহমদ, মহানগর স্বেচ্ছাসেবকলীগের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মুহিতুর রহমান রনি, শিল্প ও বানিজ্য সম্পাদক সায়েম উদ্দিন আল মামুন , ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল মুহিত স্বপন, উপ সম্পাদক শাহাদত খান দবির , সদস্য দিবাকর দাস, ওসমানি মেডিকেল কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজল এস চক্রবর্তী প্রমুখ।
এছাড়া র্যালীতে সিলেট মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগের সর্বস্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন। র্যালিতে পাঁচ শতাধিক মোটরসাইকেল অংশগ্রহণ করে।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium,
Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com