নাজমুল হক চৌধুরী,নরসিংদী প্রতিনিধিঃ
সুইডেনে কোরআন পোড়ানোর প্রতিবাদে নরসিংদীর পলাশে তাওহীদি জনতার বিক্ষোভ। শুক্রবার (২৭ জানুয়ারি) পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভার তওহীদি জনতার উদ্যোগে সুইডেনে রাস্ট্রীয় পৃষ্ঠপোষকতায় উগ্রবাদীদের দ্বারা পবিত্র কোরআন পোড়ানোর ধৃষ্টতার প্রতিবাদে অনুষ্ঠিত হয় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জুম্মা নামাজের পর বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন সহ মুসল্লীগণ পলাশের ঘোড়াশাল ঘোড়া চত্বরের সমাবেশ করে পরে বিক্ষোভ মিছিল করে ঘোড়াশাল বাজার থেকে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঘোড়াশাল পৌর অডিটোরিয়ামের সামনে মোনাজাতের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভ সমাবেশে মসজিদের ইমাম মুয়াজ্জিনগন সুইডেনে সরকারি পৃষ্ঠপোষকতায় মুসলিম উম্মাহের পবিত্র ধর্মগ্রন্থ পোড়ানোর ঘটনায় বক্তব্য রাখেন। বক্তব্যে ইমাম মুয়াজ্জিনগন বলেন, সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ কোরআন পোড়ানোর মাধ্যমে মুসলিম উম্মাহ তথা মহান আল্লাহ কে অপমান করা হয়েছে, তারা এর তিব্র নিন্দা ও কোরআন পোড়ানোর ঘটনায় জড়িতদের শাস্তির দাবী জানান।