এসবিএন ডেস্ক:
ছয় ঘণ্টা কর্মদিবস চালু করতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে সুখী দেশগুলোর একটি সুইডেন। উৎপাদনশীলতা বৃদ্ধি ও কর্মজীবী মানুষকে আরো সুখী করার লক্ষ্যেই এমন উদ্যোগ নিচ্ছে দেশটি। দেশব্যাপী নিয়োগকর্তারা ইতোমধ্যে এমন উদ্যোগে সাড়া দিয়ে তাদের কর্মকর্তা ও কর্মচারীদের জন্য ছয় ঘণ্টা কর্মদিবস চালু করেছে। ‘সায়েন্স অ্যালার্ট’ নামে একটি ওয়েবসাইট একথা জানিয়েছে। খবর দ্য ইন্ডিপেনডেন্টের
ওয়েবসাইটটির এক প্রতিবেদনে বলা হয়, অল্প সময়ের মধ্যে বেশি কাজ করিয়ে নেয়া এবং কাজ শেষে ব্যক্তিগত জীবন উপভোগ করার জন্য কর্মীরা যাতে যথেষ্ট শক্তি সামর্থ্য পেতে পারে তা নিশ্চিত করার লক্ষ্যেই এমন উদ্যোগ নিচ্ছে দেশটি। দেশটির কিছু হাসপাতালের চিকিৎসক এবং নার্সরাও ইতোমধ্যে ছয় ঘণ্টার কর্মদিবস মেনে কাজ করছে।
সুইডেনের দ্বিতীয় বৃহত্তম শহর গোটেনবার্গে অবস্থিত গাড়ি নির্মাতা টয়োটা আরো ১৩ বছর আগেই তার স্টাফদের জন্য ছয় ঘণ্টা কর্মদিবস চালু করেছে। এই সময়ের মধ্যে কোম্পানিটির স্টাফরা অধিকতর সুখী হয়েছে ও কোম্পানির মুনাফা বেড়েছে বলে খবরে বলা হয়েছে।
সংবাদটি শেয়ার করুন