সুচিত্রা

প্রকাশিত: ৯:২১ পূর্বাহ্ণ, মে ২৯, ২০২৩

সুচিত্রা

মোস্তফা মোহাম্মদ

 

তোমার বাড়ির মোড়ে দাঁড়িয়ে পুরনো বটের ছায়া মাপি দীর্ঘদিন, তুমি আসবে বলে! আসো নাই;

 

আজ সান্ধ্যনগরীতে ছায়াচ্ছন্ন বটের বেদীতে তোমাকে দেখে বিস্মিত হই, তুমি চায়ের কাপে ঠোঁট ভেজাও? আমার সর্বনাশ;

 

শ্মশানের হাড়গোড় আর খুলির ভেতর তোমার গাদোয়াল শাড়ির আঁচল চায়ের চুমুকে মাথার ভেতর কুণ্ডলি পাকায়;

 

রিক্সার বেল শুনে তুমি ঘাড়টা বাঁকালে?
তোমার চোখের তারায় উত্তম কতটা অসহায়!
দিনের শেষে আমি দাঁড়িয়েই থাকি, হারানো সুরেরে করি অন্বেষণ;