এসবিএন ডেস্ক:
যাচাই-বাছাই শেষে মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে সুনামগঞ্জের দুই কাউন্সিলর প্রার্থীর। ছাতক পৌরসভায় আঙ্গুরা বেগম নামে এক কাউন্সিলর পদ প্রার্থীর কাগজপত্রে হলফনামা ও আয় ব্যায়ের হিসাব না থাকায় এবং বিস্তারিত তথ্য পূরণ না করায় তার মনোনয়ন বাতিল পত্র বাতিল করা হয়েছে। আঙ্গুরা বেগম ছাতক পৌরসভার সংরক্ষিত ১নং ওয়ার্ডের কাউন্সিলার পদ প্রার্থী ছিলেন।
অন্যদিকে জগন্নাথপুর পৌরসভায় খলিলুর রহমান নামে এক কাউন্সিলর পদ প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে। তিনি একজন ঋণ-খেলাপি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার। খলিলুর রহমান জগন্নাথপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর পদ প্রার্থী ছিলেন।
যাচাই-বাছাই শেষে ছাতক ও জগন্নাথপুর পৌরসভায় দুই কাউন্সিলার প্রার্থীর মনোনয়ন বাতিল হওয়ার খবর নিশ্চিত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. সাদেকুল ইসলাম।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: [email protected]
Web Design by: SuperSoftIT.com