২৫শে জানুয়ারি ২০২১ ইং | ১১ই মাঘ ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫৭ পূর্বাহ্ণ, নভেম্বর ২৬, ২০১৫
সুন্দরগঞ্জে প্রাথমিক সমাপনী (পিএসসি) পরীক্ষায় দুই কেন্দ্র থেকে ১৯ পরীক্ষার্থী বহিস্কার করা হয়েছে। এর মধ্যে একজনের জরিমানা করা হয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার উপজেলার বাজারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ধোপাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ইসলাম ধর্ম শিক্ষা পরীক্ষায় বদলি পরীক্ষা দেয়ার সময় তাদের বহিস্কার করা হয়।
উপজেলা শিক্ষা অফিসার আনোয়ারুল ইসলাম জানান, বহিস্কারকৃতরা প্রকৃত পরীক্ষার্থীদের বদলে পরীক্ষায় অংশ নেয়ার অপরাধে তাদের বহিস্কার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (চলতি দায়িত্ব) হাবিবুল আলম জানান, বদলি পরীক্ষার্থীদের মধ্যে একাদশ শ্রেণির এক শিক্ষার্থীর ২ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে। এর মধ্যে ধোপাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ১১জন ও বাজারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ৮ জনকে বহিস্কার করা হয়।
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766