একটা সাদা খাতা শাথায় নিয়ে চলেছি পৃথিবীর একমাত্র ম্যানগ্রোভ ফরেস্টের দিকে। উদ্দেশ্য কাব্য রচনা। যেতে যেতে পথে কী ঝড়। পৃষ্ঠাসমেত উড়ে যেতে চায়।
এরকম অবস্থা দেখে সুন্দরী ,গরাণ, কেওড়া, রয়েল বেঙ্গল টাইগার মামা সকলকেই ডাকলাম। বললাম মামা আমকে বাঁচান। খাতাটার কিছু হলে আমি লিখব কোথায়? উত্তরে তারা নিশ্চুপ।
এদিকে সাদা খাতাটা ভিজে উঠছে ক্রমশ:। আর নক্ষত্র পতনের মতন খসে পড়ছে শুদ্ধতম বাঁধাইয়ের বাকল।
শুন্য হাতে প্রত্যাবর্তনের পর পুরাতন কবিতার খাতা আমায় ডেকে বললো–শ্বাসমূলদের বিক্ষোভের ভাষা তুমি বুঝতে পারো নাই কবি। সুতরাং তোমাদের কবিতা অচিরেই ধ্বংস প্রাপ্ত হবে। আর সেই অনাগত ভবিষ্যতের যৎকিঞ্চিত নমুনা দিয়েছেন সুন্দরী আজ।