ঢাকা ১৭ই সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ২রা আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি


সুপ্রিম কোর্টের সহকারী এটর্নী জেনারেল পদে নিয়োগ পেলেন কমলগঞ্জের ফজলুল হক সেলিম

Red Times
প্রকাশিত সেপ্টেম্বর ২, ২০২৪, ০২:১২ পূর্বাহ্ণ
সুপ্রিম কোর্টের সহকারী এটর্নী জেনারেল পদে নিয়োগ পেলেন কমলগঞ্জের ফজলুল হক সেলিম
সালেহ আহমদ (স’লিপক):
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কৃতিসন্তান এডভোকেট ফজলুল হক সেলিম দেশের সুপ্রিম কোর্টের সহকারী এটর্নী জেনারেল পদে নিয়োগ পেয়েছেন।
বুধবার (২৮ আগষ্ট) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। এডভোকেট ফজলুল হক সেলিম সিলেট জেলা আইনজীবী সমিতির দুইবারের সাধারণ সম্পাদক ছিলেন।
এডভোকেট ফজলুল হক সেলিম কমলগঞ্জ উপজেলার শংকরপুর (বড়বাড়ী) গ্রামের ডাঃ শামসুল হকের ছেলে। ৫ ভাই ও ৩ বোনের মধ্যে তিনি পঞ্চম। ফজলুল হক সেলিম ১৯৯৬ সালে সিলেট ল কলেজ থেকে এলএলবি এবং পরবর্তীতে ঢাকার একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে এলএলএম ডিগ্রি অর্জন করেন।
ফজলুল হক সেলিম তাঁর প্রতিক্রিয়ায় বলেন, আমি সবার কাছে সহযোগিতা চাইব যেন অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি। যারা আমার ওপর বিশ্বাস রেখেছেন, আশা করি এই দায়িত্ব পালনের মাধ্যমে এর সঠিক প্রতিদান দিতে পারি। সংবিধান সমুন্নত রাখাই আমার মূল দায়িত্ব হবে।
উল্লেখ্য, বুধবার (২৮ আগষ্ট) রাতে এই নিয়োগ এবং বাতিল সংক্রান্ত আলাদা প্রজ্ঞাপন জারি করেছেন আইন মন্ত্রণালয়ের সলিসিটর রুনা নাহিদ আকতার। সুপ্রিম কোর্টের ১৬১ আইনজীবীকে সহকারী এটর্নী জেনারেল পদে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। এছাড়া ৬৬ আইনজীবীকে ডেপুটি এটর্নী জেনারেল হিসেবে নিয়োগ দেয়া হয়। একইসঙ্গে গত ১৩ আগষ্টের আগে নিয়োগ হওয়া সব ডেপুটি এটর্নী ও সহকারী এটর্নী জেনারেলের নিয়োগ বাতিল করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

September 2024
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930