৩১শে জানুয়ারি ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ই মাঘ ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২০ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২৩
বীথি চট্টোপাধ্যায়
শিরদাঁড়া ভেঙে দিয়েছিল সিম্পসন
যক্ষার বাসা ভগ্ন হৃদয়জুড়ে,
শরীর ভেঙেছে, কিন্তু মন তো আছে
বিউগল বাজে সুদূর সিঙ্গাপুরে।
চাইলে পেতেন বাংলোতে খানসামা
ব্রিটিশের কত বড় বড় সম্মান,
বদলে খেলেন পিঠে লাঠি ভাঙা মার
এই ভারতের শ্রেষ্ঠ সেনাপ্রধান।
বিউগল বাজে দিল্লিতে, বার্মায়
করাচি, কাবুলে, মস্কোয়, মিউনিখে,
কিছু না থাকুক সুভাষ বোস তো আছে
পাড়ায় পাড়ায়, মুখে মুখে, দিকে দিকে।
ব্রিটিশের বুকে দুরুদুরু কাঁপে ভয়
লুকিয়ে রয়েছে টোকিওর খুব কাছে,
নদী বয়ে যায় দুঃখের মত স্রোতে…
কেউ না থাকুক সুভাষ বোস তো আছে।
স্বাধীনতা কোনও ভিক্ষার দান নয় ;
বিউগল বাজে, মৌচাকে পড়ে ঢিল
পালালো কীভাবে এত পাহারার পরে?
মাথার মূল্য বেঁধে দেন চার্চিল।
শ্যুট অন সাইট, দেখলেই গুলি করো
হুঙ্কার ছাড়ে ব্রিটিশ এম্পায়ার,
টোকিওর কাছে কোথায় লুকিয়ে আছে?
এতটা সাহস কোথা থেকে এলো তার?
শিরদাঁড়া ভাঙা, যক্ষায় বিক্ষত
ব্রিটিশ শাসন তটস্থ যার কাছে,
দুঃখের দেশে, গরীবের এই দেশে
কিছু না থাকুক সুভাষ বোস তো আছে।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium,
Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com