ঢাকা ১৭ই সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ২রা আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি


সুমি আক্তারের “পাতা ঝরা কথা”

redtimes.com,bd
প্রকাশিত নভেম্বর ২০, ২০১৭, ১২:৩৬ অপরাহ্ণ
সুমি আক্তারের “পাতা ঝরা কথা”

সুমি আক্তারের “পাতা ঝরা কথা”

জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে সম্পন্ন হল সুমি আক্তারের সলো এলবাম “পাতা ঝরা কথা”।
বেইলি রোড ক্যাফে-৩৩ মিডিয়া সংশ্লিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এলবামের মোড়ক উন্মোচন করা হয়। দুটি গানের অডিও ভিডিও দিয়ে এলবামটি সাজানো হয়েছে। ভিডিও দুটি পরিচালনা করেছেন কলকাতার কোরিওগ্রাফার ও পরিচালক শিবরাম শর্মা। এলবামের গান লিখেছেন জনপ্রিয় গীতিকবি কবির বকুল ও চট্টগ্রামের আবদুল রশিদ। সুর ও সঙ্গীত করেছেন ইবরার টিপু। এলবামটি প্রকাশ করেছে সিডি চয়েস মিউজিক। এ প্রসঙ্গে সিডি চয়েস মিউজিকের কর্ণধার এমদাদ সুমন বলেন, সুমির গায়কি চমৎকার, এলবামের গান দুটি বেশ ভাল হয়েছে, আশা করি ও অনেক দূর যাবে। সুমি রেডটাইমসকে বলেন, আমার সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করেছি গান দুটি ভাল করার। আমার বিশ্বাস গানগুলো শ্রোতাদর্শকের ভাল লাগবে।

সংবাদটি শেয়ার করুন

September 2024
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930