২৭শে জানুয়ারি ২০২১ ইং | ১৩ই মাঘ ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫৬ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৪, ২০২০
চট্টগ্রাম প্রতিনিধি
সুরের নেশাকে স্কুলের পেশার সঙ্গে মিলিয়ে নিয়েছেন মারগারেট বেবী সাহা । চট্টগ্রামে সেন্ট স্কলাস্টিকাসের এই শিক্ষক আজো শ্রদ্ধেয় তাঁর ছাত্রীদের মাঝে । বাবা ছিলেন সেন্ট প্ল্যাসিড স্কুলের কিংবদন্তী শিক্ষক পিটার সাহা । ভাই বোনদের মধ্যে বেশির ভাগই দেশে বিদেশে শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত । আজ এই গুণী শিক্ষিকার জন্মদিন । তিনি বাংলাদেশ বেতার ও টেলিভিশনের তালিকাভূক্ত শিল্পী । সত্তরের দশকে রবীন্দ্র সংগীতের জন্য পেয়েছেন জাহিদুর রহীম স্বর্ণ পদক । মারগারেট বেবী সাহার জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ পোয়েট্রি এসোসিয়েশনের সভাপতি সৌমিত্র দেব । তাঁর একমাত্র ছেলে কিম্বেল অভি গান করেন ও একমাত্র মেয়ে ডিম্পল দেব শিক্ষকতা পেশায় আছেন । আমরা ও তাঁর দীর্ঘ জীবন কামনা করি ।
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766