সিলেট বাংলা নিউজ বিনোদন ডেস্ক: বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত এবং টিভি অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডের প্রেম কাহিনি দিন দিন রূপ নিচ্ছে বিতর্কের দিকে।
শোনা যাচ্ছে, সুশান্তকে তাদের বান্দ্রা অ্যাপার্টমেন্ট ছেড়ে চলে যেতে বলেছিলেন অঙ্কিতা।
প্রথমে যখন তাদের ছাড়াছাড়ির খবর চাওর হয়েছিল তখন শোনা গিয়েছিল, অঙ্কিতার অনিশ্চিত ক্যারিয়ার তাদের বিচ্ছেদের কারণ।
এরপর সুশান্ত জানিয়েছিলেন বিষয়টি নিয়ে খুব বাজে সময় পার করছেন তিনি। কিন্তু তারপর অঙ্কিতা এক সাক্ষাৎকারে সব বাজে খবর বলে ছাড়াছাড়ির গুঞ্জন উড়িয়ে দেন।
এদিকে অন্য একটি সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, অঙ্কিতা তাদের বান্দ্রার বাড়ি ছেড়ে চলে যেতে বলেছিলেন সুশান্তকে। এরপর সুশান্ত বাড়ি ছেড়ে জুহুর একটি হোটেলে ওঠেন। কারণ বাড়িটি ছিল অঙ্কিতার।
২০০৯ সালে নাটকে অভিনয়ের সূত্র ধরে একে অন্যের সঙ্গে পরিচয় হয় সুশান্ত-অঙ্কিতার। এরপর হয় প্রেম।
তারপর থেকে একই সঙ্গে বসবাস করছিলেন তারা। চলতি বছরের ডিসেম্বরে বিয়ে করবেন সেই ঘোষণাও দিয়েছিলেন এ জুটি। এরপর হঠাৎ তাদের ছাড়াছাড়ির গুঞ্জন ওঠে।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: [email protected]
Web Design by: SuperSoftIT.com