২১শে জানুয়ারি ২০২১ ইং | ৭ই মাঘ ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫৯ পূর্বাহ্ণ, মার্চ ১০, ২০১৬
এসবিএন ডেস্কঃ সংবিধান ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীকে ঐক্যবদ্ধ থেকে দেশী-বিদেশী হুমকি মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার দুপুরে রামুতে ১০ পদাতিক ডিভিশনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।
সেনাবাহিনীর অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি প্রতিটি সদস্যের পেশাগত দক্ষতা বাড়াতে সরকার কাজ করছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সেনাবাহিনীর নবগঠিত ১০ পদাতিক ডিভিশনের পতাকা উত্তোলন অনুষ্ঠানে যোগ দিতে দুপুর ১২টায় কক্সবাজারের রামুতে পৌঁছান তিনি। এরপর জাতীয় পতাকা উত্তোলন করে সেনাবাহিনীর ওই ইউনিটের আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, সমুদ্রবেষ্টিত কক্সবাজারে সেনাবাহিনীর নতুন এই ইউনিট অবহেলিত মানুষের সেবায় কাজ করবে। সশস্ত্র বাহিনীকে সংবিধান মেনে, মূল্যবোধ ও শৃঙ্খলা বজায় রেখে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766