৭ই ডিসেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ | ২২শে অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫৩ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০১৫
এসবিএন ডেস্ক:
পৌরসভা নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে দাবি করে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ জানিয়েছেন, সেনা মোতায়েনের মতো পরিস্থিতি হয়নি। নির্বাচনে পর্যাপ্ত ফোর্স মোতায়েন থাকবে। আশা করি পুলিশ র্যাব পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারবে।
পৌর নির্বাচনকে সামনে রেখে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর তিনি এসব কথা বলেন। রাজধানীর বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে আয়োজিত সভায় প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনার, পুলিশের আইজি, বিজিবি, র্যাব ও আনসার বাহিনীর ডিজি, কোস্টগার্ডের ডিডিজিসহ সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা অংশ নেন। সকাল ১১টা থেকে বেলা দুটটা পর্যন্ত বৈঠক চলে। বৈঠক শেষে সিইসি উপস্থিত সাংবাদিকদের বলেন, কেউ আচরণবিধি লঙ্ঘন করলে রিটানিং কর্মকর্তাকে বলা হয়েছে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে। তিনি বলেন, আমি খুবই আশাবাদী নির্বাচন সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে হবে।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium,
Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com