১৪ই আগস্ট ২০২২ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২৫ পূর্বাহ্ণ, এপ্রিল ৩, ২০১৬
সিলেট বাংলা নিউজ ডেস্কঃ বাংলাদেশের অন্যতম পর্যটন দ্বীপ সেন্টমার্টিনে আটকে পড়েছেন শতাধিক পর্যটক। বৈরী আবহাওয়ার কারণে তারা সেখানে আটকে পড়েছন।
টেকনাফ থানার ওসি মো. আব্দুল মজিদ জানান, ”শুক্রবার সকাল থেকে বৈরী আবহাওয়া ও ৩ নম্বর সতর্ক সংকেত থাকায় টেকনাফ থেকে কোনো জাহাজ সেন্টমার্টিনের উদ্দেশে ছাড়েনি। ফলে এর আগের দিন বেড়াতে গিয়ে রাত্রিযাপন করা পর্যটকরা শুক্রবার সেন্টমার্টিন থেকে ফিরতে পারেননি।”
ওসি আরো জানান, আটকা পড়া পর্যটকদের খোঁজখবর নিতে স্থানীয় পুলিশ ফাঁড়িকে নির্দেশ দেওয়া হয়েছে।
পর্যটকবাহী জাহাজ কেয়ারি সিন্দাবাদের ব্যবস্থাপক মো. শাহ আলম বলেন, সাগর উত্তাল ও আবহাওয়া দপ্তরের ৩ নম্বর সতর্ক সংকেত থাকায় শুক্রবার সকাল থেকে টেকনাফ-সের্ন্টমাটিন নৌরুটে জাহাজ চলাচল বন্ধ রয়েছে।
আবহাওয়া স্বাভাবিক হলে আটকা পড়া পর্যটকদের ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান নুর আহমেদ বলেন, গত বৃহস্পতিবার টেকনাফ-সের্ন্টমাটিন রুটে চলাচলকারী জাহাজ ও ট্রলারে করে সহস্রাধিক পর্যটক সেন্টমার্টিনে ভ্রমণে আসেন।
বিকাল সাড়ে ৩টায় তাদের অধিকাংশই টেকনাফ ফিরে গেলেও শতাধিক পর্যটক দ্বীপে থেকে যান। তারা আটকা পড়েছেন বলে জানান তিনি।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium,
Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com