বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশন-বিওএমএ’র সাধারণ সম্পাদক সৌমিত্র দেব ও অন্যান্য কর্মকর্তার নামে মিথ্যা বানোয়াট অপপ্রচার চালানোয় সংগঠন থেকে বহিষ্কৃত আলতাফ মাহমুদ ও তার সহযোগীদের বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা নিতে যাচ্ছে বিওএমএ ।২৪ ঘন্টার মধ্যে ভুয়া সংবাদ প্রত্যাহার ও ক্ষমা প্রার্থনা না করলে আইন তার নিজস্ব গতিতে চলবে বলে জানান বিওএমএ সভাপতি ডক্টর আব্দুর রহিম খান ও সাধারণ সম্পাদক সৌমিত্র দেব । এক বিবৃতিতে তারা বলেন ,তহবিল তসরুফ, সাইবার অপরাধ ও নারী কেলেংকারির কারণে গত ৭ নভেম্বর সংগঠনের সাধারণ সভায় আলতাফ মাহমুদকে অব্যহতি দেয়া হয়। তার বয়সের কথা বিবেচনা করে এ সংক্রান্ত কোন প্রেস রিলিজ সংগঠনের পক্ষ থেকে কোথাও পাঠানো হয় নি । এরপরে তিনি আবার সৌমিত্র দেবএর নাম ভাঙ্গিয়ে গত ১১ নভেম্বর অন্য জায়গায় একটি সভা আহবান করেন । এ ব্যাপারে সদস্যরা জানতে চাইলে বিওএম এ-র ফেসবুক পেজ এ ওইদিন কোন সভা ডাকা হয় নি বলে স্পষ্ট জানিয়ে দেন সৌমিত্র দেব । সদস্যরা কেউ সেই অবৈধ সভায় যান নি বলে জানিয়েছেন । তারপরেও আলতাফ মাহমুদ তার নিজের ও সহযোগী কিছু ভুয়া অনলাইনে সেই ভুয়া সভার সিদ্ধান্ত হিসেবে ,সৌমিত্র দেব্ এ এফ এম লুতফুর রহমান,রুবেল রানা ও বিওএম এর নামে অপপ্রচার চালাচ্ছে । যা সাইবার অপরাধ । অপপ্রচারে যে সব অভিযোগের কথা বলা হয়েছে তার কোনটারই সত্যতা পাওয়া যায় নি । তাছাড়া সৌমিত্র দেব্ দেশের একজন সিনিয়র সাংবাদিক ।অনলাইন মিডিয়ার আগেও বিভিন্ন জাতীয় দৈনিকে কাজ করে এসেছেন । তার সম্পর্কে অকারণে জঘণ্য অপবাদ দেয়া অবশই শাস্তিযোগ্য অপরাধ । তাই আগামী ২৪ ঘন্টার মধ্যে এ ধরণের অপপ্রচার বন্ধ না হলে কঠোর আইনি ব্যাবস্থা নেয়া হবে ।
সংবাদটি শেয়ার করুন