১৯শে জানুয়ারি ২০২১ ইং | ৫ই মাঘ ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০১৮
নাজমীন মরতুজা
আমার বিষন্ন ঠোঁটের প্রতি তোমার চুম্বন
বেয়াল্লিশ বছর বয়সী নিকেলের
চশমার প্রতি তোমার যত্ন,
বয়স্ক ত্বকের বলিরেখার প্রতি
তোমার অভিজ্ঞতা গুনন।
আমার ভঙ্গুর নখ গুলোতে
তোমার নেইলকাটারের মৃদুচাপ
মাথার রুটে পাকা চুলগুলোতে
তোমার আঙুল চিরুনি।
আমার সামনের পাটির
আলগা দাঁত গুলোকে যত্নে গ্লাসে তোলা
এমন কৌতুহল আবেগ দেখে
ভুলে গেছি আমার বয়সের নদী ।
তুমি আমাকে দখল করতে চাওনি
চেটে খাওনি ছাব্বিস কিংবা ছত্তিরিশে
বেলা শেষের নারী কে
কেবল তুমিই পারো এমন অন্ধ ভালোবাসতে।
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766