মনিরুজ্জামান লেবু নীলফামারী প্রতিনিধিঃ
বিজয়ের মাস ডিসেম্বরে নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে হিসাব বিভাগ অফিসের সামনে একটি শহীদ স্মৃতিফলক স্থাপন করা হয়েছে।
আজ সোমবার বিকেলে স্মৃতিফলকের পর্দা উন্মোচন করে এর উদ্বোধন করা হয়। ফলকে ওই দপ্তরের ১৫ শহীদ কর্মকর্তা কর্মচারীর নাম উৎকীর্ণ করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) মো. সাদেকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পার্বতীপুরে অবস্থিত কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার প্রধান নির্বাহী (সিএক্স) মো. রফিকুল ইসলাম ও রেলের পূর্ত বিভাগের জ্যেষ্ঠ সহকারী নির্বাহী প্রকৌশলী আহসান উদ্দিন। সভাপতিত্ব করেন, হিসাব বিভাগের উপ অর্থ উপদেষ্টা ও প্রধান হিসাব কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। আরও বক্তব্য রাখেন হিসাবরক্ষক চিন্ময় বিশ্বাস, মাসুদ রানা, শহীদ সন্তান এম আর আলম ঝন্টু, সি এম মুক্তাদির প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হিসাবরক্ষক মো. রেজা হাসান। পরে মুক্তিযুদ্ধে শহীদ স্মরণে দোয়া পরিচালনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহীদ পরিবারের সদস্য, রেলওয়ে কর্মকর্তা কর্মচারী, সাংবাদিক ও সুধীজন।
সংবাদটি শেয়ার করুন