এসবিএন ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার পশ্চিম লালা নগরে দুই শ বছরের ঐতিহ্যবাহী সোনাগাজী টেন্ডল জামে মসজিদের নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে।
শনিবার তিনটায় স্থানীয় এমপি আলহাজ দিদারুল আলম এ নির্মাণ কাজের উদ্বোধন করেন। প্রসঙ্গত, ১৮০৮ সালে মসজিদটি প্রতিষ্ঠিত হয়।
সংসদ সদস্য দিদারুল আলম মসজিদের জন্য একটি সোলার প্যানেল প্রদান করেন। এ সময় তিনি মসজিদের উন্নয়ন কাজে সাধ্যমত আর্থিক সহযোগিতাসহ সরকারি অনুদান প্রদানের ব্যবস্থা করবেন বলে মুসল্লিদের আশ্বাস দেন।
২নং বারৈয়াঢালা ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাবেক মেম্বার ও মসজিদ কমিটির সভাপতি মো. সালামত উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন দিদারুল আলম সিদ্দীকি।
এতে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. ইসহাক, বারৈয়াঢালা ইউপি চেয়ারম্যান আলহাজ রেহান উদ্দিন রেহান, স্থানীয় মেম্বার মো. খোরশেদ আলম, নৌবাহিনীর অফিসার শফিকুল ইসলাম, শেখেরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুবক্কর সিদ্দিক, আওয়ামী লীগ নেতা আবুল হাসেম ভূঁইয়া, সায়েদ মিয়া ও উপজেলা ছাত্রলীগ নেতা জাহেদ চৌধুরী ফারুক প্রমুখ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সংবাদটি শেয়ার করুন