২রা অক্টোবর ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩১ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০১৭
গ্রাহকের টাকা ব্যাংক হিসাবে জমা না দিয়ে আত্মসাতের অভিযোগে সোনালী ব্যাংকের এক সহকারী মহাব্যবস্থাপককে (এজিএম) গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন।
গ্রেপ্তার মো. সাইফ উদ্দিন সবুজ ব্যাংকটির ময়মনসিংহের জিএম অফিসে কর্মরত।
বুধবার রাজধানীর মতিঝিল এলাকা থেকে সাইফ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।জানিয়েছেন দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রনব কুমার ভট্টাচার্য্য ।
তিনি বলেন, গত ২৬ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর পর্যন্ত কিশোরগঞ্জ সোনালী ব্যাংক শাখায় কর্মরত থাকাকালীন দুই গ্রাহকের কাছে মোট ৫ লাখ টাকা গ্রহণ করে ব্যাংক হিসাবে জমা দেখান সবুজ। প্রকৃতপক্ষে তিনি গ্রাহকদের ওই টাকা জমা দেননি, যা তিনি আত্মসাৎ করেছেন।
এ অভিযোগে গত ১৯ অক্টোবর সোনালী ব্যাংকের উপব্যবস্থাপক নূর মোহাম্মদ বাদী হয়ে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা করেন। পরে আদালত মামলাটি তদন্তের জন্য দুদকে স্থানান্তর করে ।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium,
Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com