ঢাকা ২১শে সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি


সোনালী ব্যাংকের এজিএমকে গ্রেপ্তার করেছে দুদক

redtimes.com,bd
প্রকাশিত নভেম্বর ১৫, ২০১৭, ০৪:৩১ অপরাহ্ণ
সোনালী ব্যাংকের  এজিএমকে  গ্রেপ্তার করেছে দুদক

 

গ্রাহকের টাকা ব্যাংক হিসাবে জমা না দিয়ে আত্মসাতের অভিযোগে সোনালী ব্যাংকের এক সহকারী মহাব্যবস্থাপককে (এজিএম) গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন।

 

গ্রেপ্তার মো. সাইফ উদ্দিন সবুজ ব্যাংকটির ময়মনসিংহের জিএম অফিসে কর্মরত।
বুধবার রাজধানীর মতিঝিল এলাকা থেকে সাইফ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।জানিয়েছেন দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রনব কুমার ভট্টাচার্য্য ।

তিনি বলেন, গত ২৬ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর পর্যন্ত কিশোরগঞ্জ সোনালী ব্যাংক শাখায় কর্মরত থাকাকালীন দুই গ্রাহকের কাছে মোট ৫ লাখ টাকা গ্রহণ করে ব্যাংক হিসাবে জমা দেখান সবুজ। প্রকৃতপক্ষে তিনি গ্রাহকদের ওই টাকা জমা দেননি, যা তিনি আত্মসাৎ করেছেন।

এ অভিযোগে গত ১৯ অক্টোবর সোনালী ব্যাংকের উপব্যবস্থাপক নূর মোহাম্মদ বাদী হয়ে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা করেন। পরে আদালত মামলাটি তদন্তের জন্য দুদকে স্থানান্তর করে ।

সংবাদটি শেয়ার করুন

September 2024
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930