২৩শে জানুয়ারি ২০২১ ইং | ৯ই মাঘ ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৫৭ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০১৬
এসবিএন নিউজ: সিলেটে নাবালক ভাই-বোন একত্রে নিখোজ হয়েছে। গত ২৫ জানুয়ারী বিকেলে নগরীর কালীঘাট থেকে দক্ষিন সুরমার বাগেরখলা কাস্তরাইল যাওয়ার পথে তারা নিখোজ হয়।
নিখোজ সোলেখা আক্তার (১১) ও মোবারক আলী (৮) সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানার নাছিমপুর এলাকাধীন পূর্ব চারগাঁও গ্রামের আছবর আলী ও মৃত আমিনা খাতুনের মেয়ে ও ছেলে।
তারা সিলেট নগরীর আমজদ আলী রোডস্থ কালীঘাটের মসুদ আহমদ চৌধুরীর বাসায় থেকে লেখাপড়া করতো।
গত ২৫ জানুয়ারী বিকেল আনুমানিক পৌনে ৪টার দিকে সোলেখা দক্ষিন সুরমার কাস্তরাইলে তার বড়বোনের বাসায় যাওয়ার কথা বলে। তখন সে তার ছোট ভাই মোবারক অলীকে সাথে নিয়ে কালীঘাটের বাসা থেকে বের হয়।
পরে তারা আর তাদের বোনের বাসায় পৌছায়নি এবং কালীঘাটের বাসায়ও ফিরেনি। অনেক খোঁজাখোজির পর তাদের সন্ধ্যান না পেয়ে গৃহকর্তা মসুদ আহমদ চৌধুরী গত ২৭ জানুয়ারী ২০১৬ ইং তারিখে এসএমপি সিলেট কোতোয়ালী মডেল থানায় একটি সাধারন ডায়েরী করেছেন। সাধারণ ডায়েরী নং হচ্ছে- ১৮২০।
নিখোঁজ ২ ভাই-বোন সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলে এবং তাদের গায়ের রং ফর্সা। কোন সুহৃদ ব্যক্তি বা কেউ তাদের সন্ধ্যান পেলে মসুদ আহমদ চৌধুরী, আমজদ আলী রোড কালীঘাট, সিলেট, মোবাইল- ০১৫৫৮-৭৪৫১৭৮ অথবা কোতোয়ালী মডেল থানা, এসএমপি, সিলেট-এ যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766