এসবিএন ডেস্ক: প্রবাসীকল্যাণ মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি বলেছেন, এখন থেকে সৌদি আরবে যেসব নারীকর্মী যাবেন তাদের সঙ্গে একজন পুরুষকর্মীও যাবেন । আর ওই পুরুষকর্মী হবেন নারীকর্মীর নিকটাত্মীয়।
বুধবার প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, নারীকর্মীদের নিরাপত্তার স্বার্থে এ উদ্যোগ নেয়া হয়েছে। মধ্যপ্রাচ্যে পাঠানো নারীদের তিক্ত অভিজ্ঞতার কারণে এবার তাদের প্রতিজনের সঙ্গে একজন নিকটতম পুরুষও যাওয়ার সুযোগ তৈরী করা হয়েছে।
মন্ত্রী জানান, সৌদি সরকারের সঙ্গে শ্রমবিষয়ক দ্বিপাক্ষিক কিছু বিষয়ে ফলপ্রসূ মতৈক্য হয়েছে। তিনি আরও বলেন, বিশ্ব মন্দাতেও প্রবাসীদের রেমিট্যান্স দেশকে সচল রেখেছে। প্রবাসীদের সুবিধার জন্যে সৌদি আরবে সোনালী ব্যাংকসহ একটি প্রাইভেট ব্যাংকের শাখা খোলার প্রচেষ্টা চলছে।
সংবাদটি শেয়ার করুন