৩১শে মে ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ই জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০৯ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০১৫
এসবিএন অনলাইন ডেস্ক:
কঠোর রক্ষণশীল রাষ্ট্র সৌদি আরবে প্রথমবারের মতো কোনো সিনেমা হল নির্মিত হতে যাচ্ছে। দেশটির সিনেমা কমিটি রোববার ঘোষণা দিয়েছে বলে স্থানীয় আল আরাবিয়া সংবাদপত্র জানিয়েছে।
সৌদি আরবের সিনেমা কমিটি রাজধানী রিয়াদে দেশের প্রথম সিনেমা হলটি নির্মাণের ব্যাপারে প্রাথমিকভাবে সমঝোতামূলক একটি চুক্তিতে সই করেছে। আল আরাবিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, সিনেমা হলটিতে প্রদর্শিত ছবির বিষয়বস্তু ইসলামিক, ঐতিহ্যবাহী এবং সৌদি আরবের মূল্যবোধের অনুগামী হবে।
ধর্মীয় কারণে সৌদি আরবে কোনো সিনেমা হল নেই। কিন্তু দেশটির যুব সম্প্রদায়ের অনেকেই সিনেমা হলের মতো সুবিধার দাবিতে প্রচারণা চালিয়ে আসছেন। সৌদি আরবে প্রথমবারের মতো কোনো নির্বাচনে ভোট দিয়েছেন নারীরা। এমন কি স্থানীয় এই পৌর নির্বাচনে নারীরা প্রার্থীও হয়েছেন। রোববার ঘোষিত এই নির্বাচনী ফলাফলে ১৭জন নারী নির্বাচিতও হয়েছেন ঠিক এমন পরিস্থিতিতেই দেশটিতে প্রথম সিনেমা হল নির্মাণের ঘোষণা এল।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium,
Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com