২২শে জানুয়ারি ২০২১ ইং | ৮ই মাঘ ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১৮ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০১৫
এসবিএন ডেস্ক:
সৌদি আরবের রাজধানী রিয়াদে ইথিওপিয়ার এক নাগরিকের ছুরিকাঘাতে এক বাংলাদেশী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো চার বাংলাদেশী। স্থানীয় সময় বুধবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। এর পরপরই সন্দেহভাজন দুজনকে ধরে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় লোকজন।
নিহত বাংলাদেশীর নাম আবদুল হালিম। তাঁর বাড়ি কুমিল্লার মুরাদনগর থানার ছালিয়াকান্দি গ্রামে। প্রয়াত রেনু মিয়ার ছেলে হালিমের একটি মেয়েসন্তান রয়েছে।
আহত চারজন হলেন নজরুল, ইকবাল, জসিম ও মোতালেব। তাঁদের মধ্যে নজরুলের বাড়ি ফেনীর ফুলগাজী উপজেলায়। ইকবালের বাড়ি ঢাকায়। আর জসিম ও মোতালেবের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামে।
আহত চারজনকেই স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে ইকবালের অবস্থা আশঙ্কাজনক।
রিয়াদ থেকে স্থানীয় সাংবাদিক জানান, বুধবার সন্ধ্যায় রিয়াদের বাথা জামাল কমার্শিয়াল মার্কেটে ইথিওপীয় একাধিক নাগরিকের সঙ্গে কথাকাটাকাটি হচ্ছিল ওই চার বাংলাদেশীর। এর একপর্যায়ে তাঁদের ছুরিকাঘাত করেন ইথিওপীয়রা।
মোর্শেদ রানা আরো জানান, ছুরিকাঘাতের পর হালিমকে রিয়াদের সিমেছি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766