নূরুল হক
তখন সৌমিত্র দেব -০১
কবিতার বরপুত্র মন্ত্রমুগ্ধ যেন মুক্তো কণা
কালের করাল ছায়া স্বর্গসুখ বয়ে যায় ধীরে
সরল গজারি বৃক্ষ ঊর্ধ্বগামী শুভ্র আলপনা
এঁকে দেয় অনায়াসে কারুবনে অস্বত্থের ভিড়ে
ভাবের কামুক নেশা মদমত্ত মোহন অয়নে
পার হয় বিভীষিকা কৈশোরের অবলীলাক্রমে
প্রমত্ত সৌমিত্র দেব অতিপ্রিয় নারীর নয়নে
তামা-জ্বলা রৌদ্ররেখা অবয়বে স্বেদফোঁটা জমে।
অসীম সমুদ্র জুড়ে সুগভীর নীরবতা নামে
তখন সৌমিত্র দেব হয়ে যায় পরিযায়ী পাখি
নৈঃশব্দে শিশির ঝরে কবিতার পূণ্য তীর্থধামে
প্রেমে কামে চঞ্চলতা কবিবর হাতে পরে রাখি।
এভাবেই আসে তাঁর জন্মদিন ফের চলে যায়
সৌন্দর্যপিয়াসী কবি অনন্তর থাকে অপেক্ষায়।
তখন সৌমিত্র দেব -০২
সোনায় সোহাগ দিন, অর্বাচীন সবকিছু ফেলে
আনন্দে উদ্ভাসে ভাসে পরম্পরা,কবি বলে কথা
অনুর্বর অন্ধকারে দীপ্রতার নম্র আলো জ্বেলে
আমরাও পথ চলি, খুঁজে পাই কাব্য সফলতা।
হৃদয় ফোয়ারা থেকে ঝরে প্রেম, ঝরে অবিরাম
অনন্ত আকাশ থেকে ধার করে বৃষ্টিধারা তুমি
হয়ে ওঠো কান্তিমান সঞ্জীবিত মহা সর্বনাম
দগ্ধ প্রায় এ পৃথিবী পুষ্পময় সিক্ত বঙ্গভুমি।
তখন সৌমিত্র দেব হয়ে ওঠো দেবতার ছায়া
তোমার বুকের খাঁজে জমে থাকা প্রেমের পরশ
দিয়ে যায় সর্বসুখ সূর্যালোকে প্রমোদ প্রচ্ছায়া
কবিতা জাদুর কাঠি স্পর্শে তাঁর সব হয় বশ।
আমাদের বন্ধু তুমি, কবি তুমি রমণী মোহন
তোমাকে আশীষ করি পেতে তাই স্নিগ্ধ শিহরণ।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: [email protected]
Web Design by: SuperSoftIT.com