১৬ই জানুয়ারি ২০২১ ইং | ২রা মাঘ ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩০ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৬, ২০১৬
এসবিএন ডেস্ক: ঢাকা রাজধানীর শাহবাগে মৎস্য ভবনের সামনে বাস চাপায় সাবিহা আক্তার সোনালী (১৪) নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর চালককে আটক করা হয় বলে জানা গেছে। সোনালী সেগুনবাগিচায় রহিমা আদর্শ উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণির ছাত্রী ছিল। ঘটনার প্রতিবাদে নিহত স্কুলছাত্রীর সহপাঠী ও শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে। অবরোধে প্রায় এক ঘণ্টা মৎস্য ভবনের সামনের সড়কে গাড়ি চলাচল বন্ধ থাকে।
জানা গেছে, সকালে বাসা থেকে বের হয়ে স্কুলে যাচ্ছিল সোনালী। মৎস ভবনের সামনের রাস্তা পার হওয়ার সময় যাত্রাবাড়ী থেকে গাবতলী রুটে (৮ নম্বর) চলাচলকারী দ্রুতগতির একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা মৃত্যু হয়। ওই শিক্ষার্থীর মৃত্যুর সংবাদে স্কুলের অন্যান্য শিক্ষার্থীরা প্রায় আধ ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আট নম্বর বাস স্কুলছাত্রী সোনালীকে চাপা দেয়। বাস ও চালককে আটক করা হয়েছে। নিহত ছাত্রীর লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766