২৮শে ফেব্রুয়ারি ২০২১ ইং | ১৫ই ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩৯ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০১৯
স্কুল পর্যায়ে একদল ফিনিক্সের “মাতৃভাষা চর্চা” কার্যক্রম সালাম, বরকত, রফিক, জব্বারসহ সকল ভাষা শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান রেখে ‘প্রমিত বাংলার শুদ্ধাচার, ভাষার মাসে অঙ্গীকার’ স্লোগানকে সামনে রেখে সিলেটের প্রতিশ্রুতিশীল নাট্য সংগঠন একদল ফিনিক্স নিজেদের দায়বদ্ধতা থেকে আয়োজন করছে ভাষার মাসে মাসব্যাপী শুদ্ধ বাংলা উচ্চারণ কার্যক্রম “মাতৃভাষা চর্চা”।
মাসব্যাপী এই আয়োজনের ধারাবাহিকতায় আজ ১২ ফেব্রুয়ারি মঙ্গলবার ১২ টায় সিলেটের টুকের বাজারস্থ হাজী আব্দুর সত্তার বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বাংলা উচ্চারণের প্রশিক্ষন কার্যক্রম অনুষ্ঠিত হয়। কলেজ, ইউনিভার্সিটির পাশাপাশি স্কুল পর্যায়ে এই কার্যক্রম নিয়ে আজ প্রথমদিন কাজ করেছে। সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানের পর মূল পর্ব প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়। একদল ফিনিক্সের সদস্য বেলায়েত খানের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন হাজী আব্দুর সত্তার বহুমুখী উচ্চ বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক মোঃ ফারুক আহমেদ, সহকারী শিক্ষক মোছাঃ মরিয়ম জেসমিন ও তৃপ্তি শুভা নাথ। তারপর, উক্ত স্কুলের শিক্ষার্থীদের বাংলা শুদ্ধ উচ্চারণের প্রশিক্ষণ দেন একদল ফিনিক্সের সভাপতি আবু বকর আল আমিন।
তিনি বলেন, সিলেট অঞ্চলের মানুষের উচ্চারণ সমস্যা প্রকট হওয়ার অন্যতম কারন হলো, আমরা একদম ছোটবেলায় যা শিখি তা ভুল শিখি। অর্থাৎ বর্ণমালার উচ্চারণ যদি শুরু থেকেই সঠিকটা শেখানো হতো, তাহলে পরবর্তীতে বাংলা উচ্চারণ অনেকটাই শুদ্ধ থাকতো আমাদের। তাই কলেজ-বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি আমরা আজ থেকে শুরু করেছি স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে কাজ। প্রমিত বাংলা উচ্চারণ জেনে বাংলা কথা-কবিতা শুদ্ধভাবে বলার খুশিতে উচ্ছসিত উক্ত স্কুলের শিক্ষার্থীরা। মেট্রোপলিটন ইউনিভার্সিটি ও সিলেট সিটি কর্পোরেশন এর সহযোগিতায় প্রমিত বাংলা উচ্চারণ চর্চার এই আয়োজন একদল ফিনিক্স পরিচালনা করছে সিলেটের প্রায় ২০ টি শিক্ষা প্রতিষ্ঠানে।তাদের প্রযোজনা সহযোগি হিসেবে আছে চৈতন্য প্রকাশন। বুধবার জকিগঞ্জ উপজেলার শেরুলবাগ মাধ্যমিক বিদ্যালয়, বৃহস্পতিবার সিটি মডেল কলেজ এবং পরের সপ্তাহে সিলেট সরকারি মহিলা কলেজ,সরকারি টিচার্স ট্রেনিং কলেজ,মঈনউদ্দীন আদর্শ মহিলা কলেজসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানে করার কথা জানিয়েছে আয়োজক নাট্যসংগঠন একদল ফিনিক্স।
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766