২৭শে জানুয়ারি ২০২১ ইং | ১৩ই মাঘ ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০৭ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০২১
রাজধানীর কলাবাগানে মাস্টারমাইন্ড স্কুলের ‘ও’ লেভেলের শিক্ষার্থী আনুশকা নূর আমিনকে পাশবিক নির্যাতনের পর হত্যার অভিযোগ এনে মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ জানুয়ারি) দিবাগত রাতে নিহত আনুশকার বাবা মো.আল-আমিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় ইফতেখার ফারদিন দিহানকে একমাত্র আসামি করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের নিউ মার্কেট জোনের সহকারী কমিশনার (এসি) আবুল হাসান বলেন, এ ঘটনায় একটি মামলা দায়ের করেছেন নিহত আনুশকার বাবা আল-আমিন। মামলায় শুধুমাত্র ইফতেখার ফারদিন দিহানকেই একমাত্র আসামি করা হয়েছে। তাকে আমরা আটক করেছি। এখন তাকে এ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
এ ঘটনায় আরও তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তাদের ডিজিটাল ডিভাইসগুলো আমরা পরীক্ষা-নিরীক্ষা করে দেখছি। তাদের কারো সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদেরকেও মামলায় অন্তর্ভুক্ত করা হবে।
এর আগে এ ঘটনায় ইফতেখার ফারদিন দিহানসহ চারজনকে আটক করে কলাবাগান থানা পুলিশ।
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766