১৮ই জানুয়ারি ২০২১ ইং | ৪ঠা মাঘ ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪৭ পূর্বাহ্ণ, জানুয়ারি ১১, ২০১৬
এসবিএন ডেস্ক: স্পেনের রাজকন্যা ক্রিস্টিনা আজ দেশটির একটি আদালতে হাজিরা দেবেন। স্বামীকে অর্থ জালিয়াতি ও কর ফাকি দিতে সহায়তা করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বিবিসির খবরে বলা হয়, ক্রিস্টিনা স্পেন রাজপরিবারের প্রথম সদস্য যিনি কোন মামলায় বিচারের মুখোমুখি হচ্ছেন।
৫০ বছরের এই রাজকন্যা স্প্যানিশ রাজা ফিলিপের বোন। তার বিরুদ্ধে অর্থ কেলেঙ্কারির অভিযোগ আর তা আদালত পর্যন্ত গড়ানো নিয়ে স্পেনের রাজপরিবার অত্যন্ত বিব্রত অবস্থায় রয়েছে। অভিযোগে বলা হয়েছে, ক্রিস্টিনার স্বামী ইনাকি উরদাঙ্গারিন তার অলাভজনক প্রতিষ্ঠান ব্যবহার করে ৫৫ লাখ ইউরো সরকারি অর্থ আত্মসাৎ করেছেন।
আর এতে সহায়তা করেছেন তিনি। অলাভজনক ওই প্রতিষ্ঠানের বোর্ড মেম্বার ছিলেন ক্রিস্টিনা। তিন সদস্য বিশিষ্ট বিচারক প্যানেলের সামনে আনিত অভিযোগ প্রমাণিত হলে রাজকন্যার ৮ বছর পর্যন্ত কারাদ- হতে পারে। ক্রিস্টিনা বরাবরই তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে আসছেন। উল্লেখ্য, অর্থ কেলেঙ্কারির বিষয়কে কেন্দ্র করে রাজা ফিলিপ তার বোনের রাজকীয় উপাধি ‘ডাচেস অব পালমা’ বাতিল করেন গত বছর।
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766