১০ই ডিসেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ | ২৫শে অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪০ পূর্বাহ্ণ, মার্চ ২১, ২০১৬
এসবিএন ডেস্কঃ স্পেনে একটি বাস দুর্ঘটনায় ১৩ শিক্ষার্থী নিহত হয়েছে। দেশটির গুরুত্বপূর্ণ শহর বার্সেলোনা এবং ভ্যালেন্সিয়ার মধ্যবর্তী সড়কে ওই দুর্ঘটনা ঘটেছে। খবর বিবিসির।
বাসে থাকা ৫৭ জন যাত্রী ছিল। এদের মধ্যে অধিকাংশই এ্যারাসমাস প্রোগ্রামের ছাত্র। তারা একটি আতশবাজির অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। সেখান থেকে বার্সেলোনা যাওয়ার পথে বার্সেলোনা থেকে ১শ ৫০ কিলোমিটার দক্ষিণের ফ্রেজিনাস এলাকায় দুর্ঘটনার মুখোমুখি হন তারা।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ওই দুর্ঘটনায় নিহতরা সবাই নারী। তবে তাদের কারো পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। ওই বাসে যুক্তরাজ্য, হাঙ্গেরি, জার্মানি, সুইডেন, নরওয়ে, সুইজারল্যান্ড, দ্য চেক রিপাবলিক, নিউজিল্যান্ড, ইতালি, পেরু, বুলগেরিয়া, পোল্যান্ড, আয়ারল্যান্ড, ফিলিস্তিন, জাপান, ইউক্রেন এবং ফরাসি শিক্ষার্থী ছিলেন।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium,
Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com