১০ই ডিসেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ | ২৫শে অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০৭ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৫, ২০১৬
এসবিএন ডেস্ক: বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানার বিরুদ্ধে স্বাক্ষর জালিয়াতি করে অর্থ আদায়ের অভিযোগ এনে মামলা করেছেন সংগঠনটির সভাপতি ডাক ও টেলিযোগযোগ প্রতিমন্ত্রী এডভোকেট তারানা হালিম।
রোববার রাতে শাহবাগ থানায় এ মামলা দায়ের করা হয়। তারানা হালিমের পক্ষে তার একান্ত সচিব জয়দেব নন্দী মামলাটি করেছেন। মামলা নম্বর (৪০)। বিয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মোতালেব।
মামলার বিবরণীর বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা সভাপতি তারানা হালিমের স্বাক্ষর জাল করে বিভিন্ন জায়গা থেকে অর্থ হাতিয়ে নিয়েছেন। সম্প্রতি সংগঠনের প্যাডে তারানার স্বাক্ষর জাল করে টেলিটকের কাছ থেকে স্পন্সর চাওয়া হয়। বিষয়টি নজরে আসলে তারানা হালিম রানার বিরুদ্ধে জালিয়াতি মামলা করেন।
এ ব্যাপারে তারানা হালিম একটি বেসরকারি টেলিভিশনকে বলেন, ‘দুর্নীতি আমি একদম সহ্য করি না। দুর্নীতি করায় আমি আমার সংগঠনের নেতাকেও ছাড় দিইনি।’
RED TIMES LIMITED
116-117, Concord Emporium,
Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com