মোঃ আব্দুল কাইয়ুম
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মৌলভীবাজার জেলা বিএনপির উদ্যোগে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়েছে। সোমবার (২৬মার্চ) সকাল ১১টার দিকে শহরের শমসেরনগর সড়ক থেকে এই শোভাযাত্রাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ভিপি মিজানুর রহমানের নেতৃত্বে শুরু হয়ে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। র্যালী পরবর্তী সমাবেশে স্বেচ্ছাসেবক দলের আহবায়ক স্বাগত কিশোর দাশ চৌধুরীর পরিচালনায় এবং জেলা বিএনপি’র সদস্য, মোশারফ হোসেন বাদশা এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাধারন সম্পাদক ভিপি মিজানুর রহমান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা তাঁতী দলের আহবায়ক আব্দুর রকিব সাবু, জেলা বিএনপি’র সাবেক সহ সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, জেলা মৎসজীবী দলের সাধারন সম্পাদক মোঃ মুছা মিয়া, জেলা বিএনপি নেতা সামছুল হক সামা, বিএনপি নেতা এডভোকেট বকশী জুবায়ের আহমদ, জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মুহিতুর রহমান হেলাল, জেলা যুবদলের সাবেক সহ সাধারন সম্পাদক মুজাহিদ আহমদ, জেলা যুবদলের সাবেক ক্রীড়া সম্পাদক মোঃ ওয়াহিদ, জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি আবুল কালাম বেলাল, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক গাজী মারুফ, জেলা তাঁতীদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সৈয়দ আবুল কালাম আজাদ, সদর উপজেলা বিএনপি নেতা মোস্তাক আহমদ রুহিন, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সেলিম মোহাম্মদ সালাহ উদ্দিন, জেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক সালাম আহমদ জিতু, সদর উপজেলা যুবদলের আহবায়ক শেখ শামীম জাফর, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা আহমেদ আহাদ, আবু বকর, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক শাম্মির হাবিব চৌধুরী রবিন, পৌর যুবদলের সাধারন সম্পাদক ও পৌর কাউন্সিলর আনিসুজ্জামান বায়েছ, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক এম এ নিশাত জেলা জিয়া মঞ্চের আহবায়ক ও ইউ পি সদস্য মুনাহিম কবির, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা শহীদ আহমদ, পৌর তাতীদলের আহবায়ক মশিউর রহমান বেলাল, সিনিয়র যুগ্ম আহাবায়ক ওয়াহিদুজ্জামান দুলাল, ৬নং একাটুনা ইউপি বিএনপির সাধারন সম্পাদক হুমায়ূন করিব, সাংগঠনিক সম্পাদক সৈয়দ রিপন আলী, ৫নং আখাইলকুড়া ইউপি বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক মুহিবুর রহমান, জেলা যুবদল নেতা আব্দুস সালাম মেম্বার, রুহেল আহমদ, মনা আহমদ, ওহিদ আহমদ, সুজা আহমদ, নজরুল ইসলাম হাসিম, তুহিন আহমদ, মুহিবুর রহমান দিপলু, শাহ ইমরান সাজু মেম্বার, জেলা জিসাস এর সভাপতি মিলাদ হোসেন, জেলা ছাত্রদল নেতা সৈয়দ নেপুর আলী, সুমন আহমদ, জেলা শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ইব্রাহীম মিয়া।
সংবাদটি শেয়ার করুন