২৬শে ফেব্রুয়ারি ২০২১ ইং | ১৩ই ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫৮ অপরাহ্ণ, মার্চ ২৭, ২০১৯
স্টাফ রিপোর্টার : ২৬শে মার্চ বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে
বর্ণিল অনুষ্ঠানমালার আয়োজন করেছে যুক্তরাজ্যস্থ বাংলাদেশ হাইকমিশন।
মঙ্গলবার (২৬মার্চ) বিকাল সাড়ে ৫টার দিকে লন্ডনের অভিযাত কেনসিংটন টাউন
হলে বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহনে এই আয়োজন করা হয়। যুক্তরাজ্যে
নিযুক্ত বাংলাদেশের হাইকমশিনার সাইদা মুনা তাসনিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুক্তরাজ্য সফররত বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে
অংশ নেন মেজর (অব) ফারুক খান, বিশিষ্ট চলচ্চিত্র অভিনেত্রী শমী কায়সার, দেশবরেণ্য সঙ্গীত শিল্পী রুনা লায়লা, গাজিপুর-কাপাশিয়া আসনের সংসদ সদস্য
ও স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজ উদ্দিন কন্যা সিমিন হোসেন রিমি এমপি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ , সহসভাপতি কাজী জহিরুল ইসলাম মুয়িদ, সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক। এছাড়াও অনুষ্ঠানে হাইকমিশনের কর্মকর্তরাসহ যুক্তরাজ্যস্থ আওয়ামীলীগের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মী ও কমিউনিটির
বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্তিত ছিলেন। অনুষ্ঠানের আলোচনা পর্ব শেষে দেশ ও
প্রবাশের বরন্যে শিল্পীদের অংশগ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত
হয়।
কয়েকশ দর্শকের উপস্তিতিতে অনুষ্ঠানে শিল্পীরা মনমাতানো দেশের গান গেয়ে
অনুষ্ঠানস্থলে ভীন্ন এক আবহ তৈরি করেন।
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766