ঢাকা ২১শে সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি


স্বাধীনতা

redtimes.com,bd
প্রকাশিত ডিসেম্বর ১৬, ২০১৭, ১১:১০ পূর্বাহ্ণ
স্বাধীনতা

শিল্পী মাহমুদা

স্বাধীনতা তুমি ,
তুমি মানেই আমার জন্মভূমি ।

প্রাণের অনুদানে মনের ধবংসস্তূপ ,
তুমি এসেছো স্নিগ্ধ বাতাস দিয়েছো মাতাল করা রুপ ।

সূর্যের ঐ রক্তিম আভা উচ্ছ্বাসে হেসে ওঠে ,
আমার মনটা যেনো আলোর রশ্নিতে আলোকিত হয়ে ফোটে ।

স্বাধীনতা তুমি যামিনীর সাথে মিশে ,
তারা ভরা জোসনার চাঁদ দিয়েছো এনে হেসে হেসে ।

স্বাধীনতা তুমি স্নায়ুর ধমনীতে মিশে অধরে হাত ধরে ,
মুক্ত নিশ্বাসের শান্তিদূত অদ্ভুত নাসিকার স্বরে ।

তোমার জন্য বলছি গল্প -পড়ছি কবিতার খাতা ,
শ্রাবণ বর্ষন দেখছি -ভরছে কলম লেখার পাতা ।

ধূসর কুয়াশায় চাঁকা উষ্ণ রঙিন মনে ,
বিজয় তোমাকে ডাকি কুহক সম্মোধনে ।

স্বাধীনতা
তুমি দিয়েছো আমার মুখের কথা ।
স্বাধীনতা তুমি তো সুখের রেষ ,
আমার জন্ম এই দেশ যার নাম
বাংলাদেশ ॥

সংবাদটি শেয়ার করুন

September 2024
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930